ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের অবস্থান কর্মসূচি

ঢাকা: চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়।

অবস্থান কর্মসূচি নিয়ে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে নিজের পকেটের টাকা দিয়ে প্রশিক্ষণ নিয়েছি। সবাই আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের পরিবার এই চাকরির জন্য কত কিছু ত্যাগ করেছে, কিন্তু আজ আমরা অব্যাহতিপ্রাপ্ত। এ যন্ত্রণা বোঝানোর মতো নয়।

বক্তারা বলেন, আমাদের অন্যায়ভাবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমরা সরকারের কাছে আহ্বান করবো দ্রুত আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক।

বক্তারা আরও বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও গুরুত্বপূর্ণ সব দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কোনো সাড়া পাচ্ছি না। এ জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।