পঞ্চগড়: টানা তিনদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর খানিকটা বেড়েছে তাপমাত্রা।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও তা শনিবার (৪ জানুয়ারি) বেড়ে গিয়ে দাঁড়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি। রোববার (৫ জানুয়ারি) ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানায় আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, টানা তিনদিন পর আজ বেড়েছে তাপমাত্রা। সঙ্গে আকাশে মেঘ না থাকায় কুয়াশার পরিমাণ কম ছিল। আগামীতে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরবি