ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বাসে আগুন, লকারে থাকা অর্ধশত ছাগলের মৃত্যু

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
সাভারে বাসে আগুন, লকারে থাকা অর্ধশত ছাগলের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। একই সাথে পুড়ে মারা গেছে বাসের লকারে থাকা প্রায় অর্ধশতাধিক ছাগল।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি অ্যাম্বুলেন্স, শ্যামলী পরিবহনের একটি ও ঝুমুর পরিবহনের একটি বাসে আগুন লাগে। অ্যাম্বুলেন্স পুড়ে ছাই হয়ে গেলেও বাস দুটির আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। পরে বাসটিতে পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে তিনটি যানবাহনেই আগুন ছড়িয়ে পড়ে। শ্যামলী পরিবহনের বাসটির লকারে বেশ কিছু ছাগল ছিল। লকারের চাবি না থাকায় ছাগলগুলো জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সবগুলো ছাগল পুড়ে মারা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, রাত দুইটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে যায়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা শিশুসহ চারজনের মৃত্যু হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাত ২টার দিকে চলন্ত অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন পুড়ে মারা যায়। একই সাথে শ্যামলী পরিবহনের লকারে থাকা প্রায় অর্ধশতাধিক ছাগল পুড়ে মারা গেছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও বাস দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।