ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বাসে তল্লাশিতে মিলল ৩ হাজার ইয়াবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
যশোরে বাসে তল্লাশিতে মিলল ৩ হাজার ইয়াবা

যশোর: যশোরের খাজুরায় যাত্রীবাহী বাসের মধ্যে ফেলে যাওয়া ব্যাগ থেকে দুই হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। সেগুলো জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে খাজুরা বাজার তেলপাম্প এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক আসলাম হোসেন জানান, মাদক কারবারিদের ফেলে যাওয়া ইয়াবা জব্দ করেছেন তারা। এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন তথ্য পান যে- ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসে কয়েক হাজার ইয়াবা পাচার করা হবে। এর ভিত্তিতে অধিদপ্তরের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাজার তেলপাম্প এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭১৫৩) বাসে তল্লাশি করে একটি ব্যাগ থেকে দুই হাজার ৮০০টি ইয়াবা মেলে।  

তবে এ ঘটনায় কে বা কারা জড়িত তা জানা না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তার ধারণা, কারবারি আগে থেকেই অভিযানের কথা জেনে যাওয়াতে তিনি বাস থেকে নেমে পালিয়ে যান। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।    

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।