ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।  

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালের দিকে ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 

জানা যায়, জেলার শিবালয় উপজেলার যমুনা নদীতে ভোররাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। আর এতে নৌপথের দিক নির্ণয় করতে ফেরিতে থাকা মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। আরিচা-কাজিরহাট নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোররাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় আছে।  

অপরদিকে ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় মালামাল বোঝাই অবস্থায় প্রায় শতাধিক যানবাহন অপেক্ষাকৃত রয়েছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে ডি জি এম নাসির হোসেন জানান, কুয়াশার তীব্রতার ফলে পদ্মা ও যমুনা নদীতে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য দুটি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।