ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামের ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত পুষ্পিতার বাড়ি জামালপুর সদর উপজেলার বসাকপাড়ায়।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বরের একটি ছাত্রী হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জব্বার বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে খবর পেয়ে একটি ছাত্রী হোস্টেল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে মরদেহটি নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, মৃত পুষ্পিতা ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। হাজারীবাগ এলাকার একটি হোস্টেলে ১৬ জন থাকে। শুক্রবার রাতে সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে ‘প্রাথমিক ধারণা’ করা হচ্ছে। তবে এর কারণসহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এজেডএস/এএটি