নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে আত্মহত্যা করেছেন মো. জুয়েল (৪৫) নামে এক যুবক।
শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জুয়েল দাপা এলাকার আ. আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কশপে চাকরি করতেন। জুয়েলের দুটি ছেলে শিশু রয়েছে।
জানা যায়, শনিবার জমির জন্য বাবা ও বড় বোনের সঙ্গে জুয়েলের ঝগড়া হয়। এ সময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় ঘরের চালের আরার সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্যহত্যা করেন তিনি।
এর আগে জুয়েলের আরও দুই ভাই একইভাবে আত্যহত্যা করেছিলেন বলে জানায় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমআরপি/জেএইচ