রাঙামাটি: চাঁদা না দেওয়ায় রাঙামাটি ও খাগড়াছড়ির চারটি উপজেলায় একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানির ১০টি টাওয়ারে হামলা চালিয়ে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে।
মোবাইল নেটওয়ার্ক বিছিন্ন উপজেলাগুলো হলো- খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি, মাটিরাঙ্গা এবং রাঙামাটির নানিয়ারচর উপজেলা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারি ইউপিডিএফের স্বশস্ত্র সদস্যরা চাঁদা না পাওয়ায় একটি বেসরকারি মোবাইল অপারেটরের ১০টি টাওয়ারের সংযোগ লাইন কেটে দেন এবং কয়েকটি টাওয়ার অফিসে ভাঙচুর করে বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে দেন।
তবে এ ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা জানতে খাগড়াছড়ির জেলার রবি এক্সিয়াটার এরিয়া ম্যানেজার মো. খোরশেদ আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি নেটওয়ার্ক না থাকার সত্যতা নিশ্চিত করলেও কি কারণে নেটওয়ার্ক নেই, সেই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
খাগড়াছড়ির দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বাবুছড়া, বড়াদম এবং নাড়াইছড়ি এলাকায় রবির পাঁচটি মোবাইল টাওয়ার স্থানীয় সন্ত্রাসীরা ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে দুটি বড় এবং তিনটি টাওয়ার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই এলাকায় নেটওয়ার্ক নেই।
ওসি আরও বলেন, চাঁদার জন্য মূলত এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো অভিযোগ পুলিশ এখনো পায়নি।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআই