ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বাঙলা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
বাঙলা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর চলেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে  সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর গাবতলি টেকনিক্যালের মোড়ের সামনের সড়ক তারা অবরোধ করে রাখেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল হোসেন বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা আধা ঘণ্টার মতো সময় সড়ক অবরোধ করেছিলেন। তাদের (ছাত্রদের) সেন্ট্রালের প্রোগ্রামের অংশ হিসেবে অবরোধ করেছিলেন। তারা এখন সড়ক থেকে সরে গেছেন।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। এখন এ সড়কের যান চলাচল স্বাভাবিক।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজারেও সড়ক অবরোধ করেন তারা।

তাদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসির (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন।

তিনি বলেছেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না। এমন ঘটনা খুবই নিন্দনীয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে প্রকাশ্যে রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বলেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।