রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার দেবীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মুণ্ডুমালা-তানোর সড়কে খড়বোঝাই গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের এ সংঘর্ষ হয়।
নিহতারা হলেন- ইউএস বাংলা এয়ারলাইন্স অফিসার জাহিদ আলম (৪৫) ও পলাশ হোসেন (২৬)। এর মধ্যে নিহত জাহিদ আলম ইউএস-বাংলার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে রাজশাহীতে কাজ করতেন। তার বাবার নাম রফিকুল ইসলাম। এছাড়া পলাশ নামে অপরজন মোটরসাইকেলচালক। তার বাবার নাম মৃত জাহাঙ্গীর আলম। নিহতদের বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সিরোইল এলাকায়।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রফিকুল ইসলাম জানান, মুণ্ডুমালা-তানোর সড়কে এ সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে। ওই দুই মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন ভূপেন (২৬) ও রিয়াজ (৩০) নামে আরও দুজন মোটরসাইকেল আরোহী। তাদের গ্রামের বাড়ি তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এসএস/আরবি