ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড নোটিশ বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মুখপাত্র রফিকুল আলম বলেন, কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য।
তবে শেখ হাসিনার রেড নোটিশের বিষয়ে হালনাগাদ কোনো তথ্য জানা নেই বলে উল্লেখ করেন তিনি।
ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারী ধর্ষণের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, বেঙ্গালুরুতে যে ঘটনা ঘটেছে তার বিষয়ে সংশ্লিষ্ট মিশনের কাছে জানতে চাইতে বলা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য পেলে আমরা এটা জানতে পারব। আমাদের মিশনকে এ ব্যাপারে নির্দিশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত রামামূর্তি এলাকার কালকেরে হ্রদের কাছে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। ২৮ বছর বয়সী ওই নারী বাংলাদেশি নাগরিক। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
টিআর/এমজেএফ