ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াতের জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াতের জামিন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আদালতপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের হাতাহাতির ঘটনায় দায়ের করা মামলার জামিন পেয়েছেন প্রধান অভিযুক্ত জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মামলার একদিন একদিন পরই তিনি এ জামিন পেয়েছেন।



এইকসঙ্গে জামিন পেয়েছেন জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ল’ ইয়ার্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন এর আদালতে জামিন আবেদন করলে বিচারক দু’জনকে ১০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।

সাখাওয়াত ও মাঈনুদ্দিনসহ অজ্ঞাত পরিচয় অর্ধশত জনের বিরুদ্ধে মামলা করেন অ্যাডভোকেট মহসীন মিয়া।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, পাল্টাপাল্টি সমাবেশ চলাকালে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়ার নেতৃত্বে ৪০-৫০ জন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালাগালি করতে থাকে। এসময় অ্যাডভোকেট মহসীন মিয়াসহ অন্যরা প্রতিবাদ করলে সাখাওয়াত হোসেন খান ও মাইনুদ্দিন মিয়ার নেতৃত্বে প্রায় অর্ধশত ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।