ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলশানে গৃহকর্মীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
গুলশানে গৃহকর্মীর লাশ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলশান-১ রোড ১৫’র ২০ নম্বর বাসা থেকে হারুনা (২৫) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।



বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ওই নারীর লাশ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। পুলিশ ধারণা করছে, ঘটনার পর থেকে ওই বাড়ির কেয়ারটেকার পলাতক থাকায় সে  হারুনাকে হত্যা করে থাকতে পারে।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গুলশাল-১ রোড ১৫, বাসা নম্বর ২০ এ ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো হারুনা। এ দিন বিকেলে ওই বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাড়ির কেয়াটেকার তাকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধরণা করছি। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
 
তবে অনুসন্ধানের জন্য কেয়াটেকার নাম প্রকাশ করেনি পুলিশ। বর্তমানে নিহত হারুনার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।