ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উড়ন্ত প্লেনে সন্তানের জন্ম দিলেন বাংলাদেশি যাত্রী

ইমরান আলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
উড়ন্ত প্লেনে সন্তানের জন্ম দিলেন বাংলাদেশি যাত্রী

ঢাকা: চলন্ত উড়োজাহাজের ভেতরেই সন্তানের জন্ম দিলেন বাংলাদেশি এক যাত্রী। লেবানন থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ইয়াসমিন আক্তার (৩৫) নামে ওই নারী কন্যা সন্তান প্রসব করেন।



শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে লেবানন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার জি-৯৫১৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, চলন্ত উড়োজাহাজেই ইয়াসমিন আক্তারের প্রসব বেদনা ওঠে। এ সময় কেবিন ক্রু ও ফ্লাইট অ্যাটেন্ডেন্টসহ প্লেনে থাকা নারী যাত্রীরা উড়োজাহাজের ভেতরেই ইয়াসমিন আক্তারকে সন্তান প্রসবে সহায়তা করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রুহুল আমিন বাংলানিউজকে জানান, এয়ার এরাবিয়ার লোকজনের প্রাপ্ত খবরের ভিত্তিতে আগে থেকেই অ্যাম্বুলেন্সসহ অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখা হয়। এরপর প্লেনটি অবতরণের সঙ্গে সঙ্গেই মা ও শিশুকে উত্তরার জাহানারা ক্লিনিকে পাঠানো হয়।

বর্তমানে মা ও শিশু সুস্থ আছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

এয়ার এরাবিয়ার ফ্লাইট ম্যানেজার হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, বাংলাদেশের আকাশ সীমায় ফ্লাইটটি প্রবেশের কিছুক্ষণের মধ্যেই ওই যাত্রীর প্রসব বেদনা ওঠে। কেবিন ক্রু ও অন্যান্য নারী কর্মকর্তাদের সহযোগিতায় উড়োজাহাজের ভেতরেই ওই যাত্রী সন্তান প্রসব করেন।

এরকম পরিস্থিতি মোকাবেলায় এয়ার হোস্টেসদের যথাযথ প্রশিক্ষণ রয়েছে বলেও জানান এয়ার এরাবিয়ার ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।