ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ককটেলসহ ১২ জামায়াত-শিবির কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
গাজীপুরে ককটেলসহ ১২ জামায়াত-শিবির কর্মী আটক ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় একটি বাড়ি থেকে ককটেলসহ ১২ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই এলাকার প্রবাসী ওয়ালীউল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় চারটি ককটেল ও বেশ কিছু জিহাদী বই জব্দ করা হয়েছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্যসহ বেশ কিছু জিহাদী বই জব্দ করা হয়েছে।

এসপি হারুন  অর রশিদ বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে ওই বাড়িতে বৈঠক করছিল।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।