ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধ উপেক্ষা করে সারাদেশে বাস চলছে

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
অবরোধ উপেক্ষা করে সারাদেশে বাস চলছে ছবি : জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবরোধ উপেক্ষা করে রাজধানী ঢাকা ও ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল শুরু হয়েছে।

তবে ফরিদপুর ও বগুড়ায় হরতালের কারণে উত্তরবঙ্গে বাস চলাচল কম।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যস্ত রয়েছে যান চলাচলে।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ বাংলানিউজকে জানান, সব স্থানে পুলিশি নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। তবে প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণায় যানবাহন মালিকরা স্বস্তি পেয়ে রাস্তায় গাড়ি নামিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাস মালিকদের কাছে পুলিশ সুপারদের ফোন নম্বর দেওয়া হয়েছে। যেখানে সমস্যা হবে, পুলিশ সুপার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

কোনো পুলিশ সুপার এ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশেনের কার্যকরী পরিষদের সদস্য মো. সালাউদ্দিন বাংলানিউজকে জানান, পুলিশের নিরাপত্তা এবং সরকারের সহযোগিতায় সারাদেশের সঙ্গে গাবতলী থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে উত্তরবঙ্গে হরতাল পরিস্থিতি থাকায় সংশ্লিষ্ট জেলায় বাস চলাচল কম।

এর আগে গত শুক্রবার বিকেলে বাস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান একটি বৈঠক করে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন। এ সময় অবরোধে কোনো বাস ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী নিজে এ ক্ষতিপূরণ দেবেন বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রী বাস মালিকদের জানান।

এতে আশ্বস্ত হয়ে সারাদেশের সঙ্গে স্বাভাবিক বাস চলাচল শুরু হয়। তবে এখনও শতভাগ বাস চলাচল শুরু হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ।

তিনি আরো জানান, পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।