ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে বন্দুকযুদ্ধ

নাতির শোকে নানার মৃত্য

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
নাতির শোকে নানার মৃত্য

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মতিউর রহমান এম’র নিহত হওয়ার খবর শুনে তার নানা হবু মণ্ডলের (৭০) মৃত্যু হয়েছে।

নিহত হবু মণ্ডল উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর মখিয়াপাড়া গ্রামের বাসিন্দা।



মতিউর রহমানের ভাই আবুদল আলিম বাংলানিউজকে জানান, দুপুরে জুম্মার নামায আদায় করে বাড়ি ফিরে আদরের নাতি এম’র মৃত্যুর খবর শোনার পর নানার বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নেওয়ার আগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বৃহস্পতিবার ভোরে উপজেলার কানসাট এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মতিউর রহমান এম (২৪) নিহত হয়।

র‌্যাবের হাতে বৃহস্পতিবার বিকেলে এম’র সঙ্গে তার আরো দুই সঙ্গীকে আটক করা হয়েছিলো। তাদের শিবগঞ্জ থানায় ফেরত দিয়েছে র‌্যাব। এদের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল তাদের গুম করা হয়েছে।

এদিকে, এ হত্যার ঘটনায় চাঁপাইনবাগঞ্জে রবি ও সোমবার হরতাল ডেকেছে জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।