ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গিবাড়ীতে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৩, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
টঙ্গিবাড়ীতে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৩, আটক ৪ ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছ দেওয়ান ও ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বর রিণা বেগমের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



গুলিবিদ্ধরা হলেন- কালাম খালাসী (৫৫), ইসমাঈল খালাসী (৭৫), ফরিদ দেওয়ান (৪৫), রীণা বেগম(৪০), জুলহাস দেওয়ান (৬০), লিপি বেগম (৪০), শিউলী বেগম (৪৫), খাদিজা আক্তার (১৩), নিরব (১৫), সাজন (২০), মিম আক্তার (১৪), বাচ্চু (৫৫) ও খোরশেদ দেওয়ানকে (৬০)।  

এদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোখলেছ দেওয়ান (৭০), সেলিম (৩০), জাব্বার দেওয়ান (৩৫), জসিমকে (৩২) নামের ৪ জনকে আটক করেছে।

অন্যদিকে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় শুক্রবার দিনভর যশলং এলাকায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার যশলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছ দেওয়ানের  বাড়ির সামনে দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে একই ইউনিয়নের বর্তমান ১, ২, ৩নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর রিণা বেগমের বিরোধ চলে আসছিলো।

এর জের ধরে শুক্রবার সকাল ১১টার দিকে দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি বিনিময় হলে ১৩ জন গুলিবিদ্ধ হয়।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বাংলানিউজকে জানান, এ ঘটনায় ৪ জনকে গ্রেফতারের পর বিকেলে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।