ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গীপাড়ায় মেজবান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গীপাড়ায় মেজবান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে এ বিশাল মেজবানের আয়োজন  করেছে চট্টগ্রামের বাউজান উপজেলাবাসী।



চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান চলছে। মেজবানে ৫০ হাজার লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকরা জানান।    

এর আগে আয়োজকদের সঙ্গে নিয়ে সড়ক পরিহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তারা বিশেষ মোনাজাত করেন।

এদিন সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় খতমে কোরআন ও মিলাদ মাহফিল। এ সব অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরী, রাউজানের উপজেলা চেয়ারম্যান এ কে এম এহসানুল হক হায়দার চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র সরদার ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।