ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে দু্ই বিচারকের বাসভবনে ককটেল হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে দু্ই বিচারকের বাসভবনে ককটেল হামলা ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মোস্তাকিনুর রহমানের সরকারি বাসভবন ও জেলা দায়রা জজ কবিতা খানমের বাসভবন লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

তবে, এতে কেউ হতাহত হননি।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ভবসুন্দর পাল ভবেশ বাংলানিউজকে জানান,  প্রথম দফায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুর্বৃত্তরা বিচারকের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে কেউ আহত না হলেও ককটেলের বিকট শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

এর পরপরই জেলা দায়রা জজ কবিতা খানমের বাসভবন লক্ষ্য করে রাত সোয়া ৮টার দিকে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বাংলানিউজকে জানান, বিচারকের বাড়ির কাছে একটি ককটেলের শব্দ হয়েছে। তবে,  কে বা কারা এ হামলা চালিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।