ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে আগুনে দগ্ধ হেলপারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
যশোরে আগুনে দগ্ধ হেলপারের মৃত্যু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর নিউমার্কেট এলাকায় পার্কিং করা মিনিবাসে দৃর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ বাসটির হেলপার মুরাদ হোসেন মোল্লা (২০) ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৮টা ২০মিনিটে তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে মুরাদের মামা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মুরাদ মাগুরা জেলার মোহাম্মদপুর ইউনিয়নের মৌসা গ্রামের তোরাব হোসেন মোল্লার ছেলে।

মুরাদের নিকটাত্মীয় মুর্তজা জানান, বুধবার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে যশোরের নিউমার্কেট এলাকার খাজুরা বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসটির ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার মুরাদ হোসেন দগ্ধ হয়। প্রথমে তাকে য়শোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিন সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

গাড়িটি যশোর-মাগুরা রুটে চলাচল করত বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।