ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধে যান চলাচল স্বাভাবিক

শফিক শামীম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
অবরোধে যান চলাচল স্বাভাবিক ছবি: ফাইল ফটো

ঢাকা: বিএনপিসহ ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে জনমনে আতঙ্ক থাকলেও  রাজধানীসহ সারা দেশে যাত্রীবাহী গাড়িসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে দূরপাল্লার গাড়িও।

জীবনের তাগিদে কর্মজীবী মানুষও কর্মস্থানে ছুটছেন।

তবে রাজধানীসহ সারা দেশে বিছিন্নভাবে প্রতিদিনই গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণ করছেন অবরোধকারীরা।

অবরোধের প্রথম দিন (৬ জানুয়ারি) রাজধানীতে কিছু সংখ্যক গাড়ি চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোনো গাড়ি চলাচল করেনি।

এদিকে ৯ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু হলেও অবরোধ কর্মসূচি স্থগিত করেনি ২০ দল। তাই কার্যত অবরোধ উপেক্ষা করেই কর্মমুখী ও বিশ্ব ইজতেমামুখী মানুষ ছুটছে নিজ নিজ গন্তব্যস্থলে।

বেসরকারি চাকরিজীবী আব্দুল বাতেন বাংলানিউজকে বলেন, চাকরি ঠিক রাখতে গেলে অফিসে যেতেই হবে। বাসায় বসে থাকলে চাকরি থাকবে না। তাই আতঙ্কের মধ্যেই কর্মস্থলে যেতে হয়।   তবে এর একটা সমাধান হওয়া প্রয়োজন।

গুলশান লিংক রোড এলাকার গ্লাস ও থাই ব্যবসায়ী ইদ্রিস বলেন, দেশের সাধারণ মানুষের কথা ভাবলে অবশ্যই একটি রাজনৈতিক সংলাপ প্রয়োজন। শুধু ক্ষমতার লোভ করলে কোনো সমাধান হবে না।

 অবরোধের মধ্যেই গাড়ি চলছে এবং দৌলতদিয়া ফেরি ঘাটে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে জানিয়ে সাকুরা পরিবহনের চেকার আজাদ বলেন, এর আগে কখনও দেখি নাই হরতাল-অবরোধে যানজট হয়। বিশ্ব ইজতেমা ও চন্দ্রপাড়ার ওরসের কারণে অবরোধেও দৌলতদিয়া ফেরি ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।

জে আর পরিবহনের ড্রাইভার নজরুল বলেন, হরতাল-অবরোধ হলেই গাড়িতে আগুন দেওয়া হয়। যে কারণে অনেকে ভয়ে গাড়ি চালাতে চায় না। এর মানে এই নয় যে, আমরা ড্রাইভাররা হরতাল-অবরোধের সমর্থন করি।

তিনি বলেন, গাড়ি না চালালে মালিকের চলে। কিন্ত আমাদের চলে না। কারণ গাড়ি চললে বেতন পাই, না চললে পাই না।

৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।