আশুলিয়া (ঢাকা): সড়ক দুর্ঘটনায় দুই গার্মেন্টস শ্রমিক নিহতের গুজবে আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রেখেছেন বিক্ষুদ্ধ শ্রমিকরা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় এঘটনা ঘটে।
শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের শিমুলতলায় রাস্তা পার হচ্ছিলেন নাভা নীট গার্মেন্টসের শ্রমিক শরিফুল ও দি ড্রেস অ্যান্ড দি আইডিয়ালের শ্রমিক মুরাদ। এসময় তাদেরকে একটি যাত্রীবাহী হিউম্যান হলার চাপা দেয়।
এসময় অন্য শ্রমিকরা নিহত হয়েছেন মনে করে শিমুলতলা এলাকায় মহাসড়ক অবরোধ করে একটি হিউম্যান হলারে আগুন দেয়। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
শিল্প পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহত দুই শ্রমিককে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ও হাবিব ক্লিনিকে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিমুলতলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯,২০১৫
বিএস