ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংগাইর স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
সিংগাইর স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মেয়র প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহান।

সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।



সিংগাইর পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মীর শাহজাহান সংবাদ সম্মেলনে বলেন, এবারের পৌর নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য, পুলিশ প্রশাসন ও নৌকা প্রতীকের প্রার্থীর  কর্মীরা তার কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এছাড়া গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে তার কর্মীদের হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, তার কর্মীদের ওপর হামলা ও পুলিশি হয়রানির বিষয়ে সিংগাইর পৌরসভা রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন বরাবর তিন বার লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলনের আরো উপস্থিত ছিলেন, সিংগাইরের শায়েস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহিদুর রহমান ও আওয়ামী লীগের সাধারণ সদস্য ইঞ্জিনিয়ার তফসের উদ্দিন উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।