ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
মাগুরায় বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত

মাগুরা: মাগুরা শহরের ভায়না এলাকায় বাস উল্টে রাকিবুল ইসলাম (২৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (০২ জানুয়ারি) সকাল ৮টার দিকে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের যশোর শাখায় ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি মাগুরার ওমেদপুর গ্রামের বাসিন্দা।

এ দুর্ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রীদের বরাত দিয়ে মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হেনা মিলন জানান, সকালে যাত্রীবাহী একটি বাস ভায়নার মোড় বাসস্ট্যান্ড থেকে যশোরের উদ্দেশে রওনা হয়। বেপরোয়া গতিতে ভায়না এলাকার টেক্সটাইল মিলের সামনে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী রাকিবুলের মৃত্যু হয়। এসময় আহত হন আরো অন্তত ১০ যাত্রী।

এদিকে, একজন অল্পবয়স্ক হেলপার বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
ইউজি/আরকেবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।