ভোলা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে কলেজ চত্বরের সামনে ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে পরীক্ষা পেছানোর দাবিতে শ্লোগান দিতে থাকে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের পরীক্ষার্থী মিজানুর রহমান প্রিন্স, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, কামরুল, জুবায়ের হোসেন, রিপন, রাসেল, লিজন, ব্যবস্থপনা বিভাগের আল-আমিন হোসেন সাদ্দাম, নোমান, দর্শন বিভাগের- রাছেল, আশরাফুল, ইতিহাস বিভাগের- সাদ্দাম, কবীর সমাজ কর্ম বিভাগের আনোয়ার কামাল, প্রাণিবিদ্যা বিভাগের- জাকির হোসেন সুমন প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, কোর্স শেষ হতে না হতেই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করায় তারা বিপাকে পড়েছে। অবিলম্বে পাঠ্য সিলেবাস শেষ করে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণের দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
এমজেড