ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা চায় আইএলও

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা চায় আইএলও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা চায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। শনিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম...

ঢাকা: বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা চায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

শনিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র কাছে এ আহবান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক গে রাইডার।

বৈঠকের পরে আইএলও মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ থেকে প্রচুর অভিবাসী শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। তবে, তাদের যাওয়ার ক্ষেত্রে নানা ধরনের অব্যবস্থাপনা রয়েছে। এক্ষেত্রে আইএলও সুষ্ঠু ব্যবস্থাপনা দেখতে চায়।

তিনি আরও বলেন,  সুষ্ঠু ব্যবস্থাপনায় কর্মী পাঠালে কর্মীদের অধিকার সুরক্ষা হবে।

এসময় বাংলাদেশের কর্মীদের নিরাপদ অভিবাসন ও শ্রম অধিকার সংরক্ষণে সবসময় পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩২৩ ডিসেম্বর ১০, ২০১৬
জেপি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।