নাটোর: নাটোরের বড়াইগ্রামে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে করপোরাল জিয়াউল হক (৩৮) নিহত হয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউল হক বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন।
আহতরা হলেন- সেনা সদস্য প্রশান্ত মজুমদার (২২) ও দাউদ আলী(২৮)। তাদেরকে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সেনাবাহিনীর বরাত দিয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, সেনা সদস্যদের নিয়ে গাড়িটি বগুড়া থেকে ঈশ্বরদীর পাকশি এলাকায় শীতকালীন মহড়ার জন্য যাচ্ছিল। এ সময় নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান করপোরাল জিয়া। আহত হন দুই সেনা সদস্য।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
পিসি/