ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আমন মৌসুমের চাল সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
নওগাঁয় আমন মৌসুমের চাল সংগ্রহ শুরু

নওগাঁয় সরকারি খাদ্যগুদামে শুরু হয়েছে আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযান।

নওগাঁ: নওগাঁয় সরকারি খাদ্যগুদামে শুরু হয়েছে আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযান।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে নওগাঁ সদর সরকারি খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে চাল কেনা কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

অনুষ্ঠানে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, সদর উপজেলা খাদ্য
কর্মকর্তা রেজাউল করিম, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল
কাইয়ুম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ
সম্পাদক ফরহাদ হোসেন চকদার উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে
জেলার ১৯টি খাদ্যগুদামের মাধ্যমে ১৩ হাজার ২৮৯ মেট্রিক টন কেনার
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।