ঢাকা: বাংলাদেশি বংশোভূত এক ব্রিটিশ নাগরিকের ৫০ লাখ টাকা আত্মসাৎকারী হাজী আলমকে আটক করেছে ৠাব-৪ এর এমটি টিম।
রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহ আলী থানার দিয়া বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১২ নভেম্বর) সকালে বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ৠাব-৪ এর মেজর মো. খুরশিদ আলম।
খুরশিদ আলম বাংলানিউজকে বলেন, গত জুলাই মাসে বাংলাদেশি বংশোভূত ব্রিটিশ নাগরিক সুরাইয়া পারভীনের ছেলে ইয়াসিন মোহাম্মদ হারিয়ে যায়। তাকে উদ্ধার করার কথা বলে হাজী আলম তার পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা নেয়।
তিনি আরো বলেন, উদ্ধারের জন্য ৫০ লাখ টাকা নেওয়ার পর হাজী সেলিম তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এখন পর্যন্ত সুরাইয়ার ছেলে নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে কারওয়ান বাজারের ৠাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরএটি/বিএস