খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরের সবজি বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে ২২টি ঘর।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনে ক্ষতিগ্রস্ত হাফিজুর রহমান বলেন, ভোর রাতে জমিদার মানিকের বাসায় বৈদ্যুতিক মিটারে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আমরা সবাই কাজে বেরিয়ে যায়। পরে জানতে পারি সেই মিটার থেকে আবার আগুন ছড়িয়ে পড়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের উপ পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, ঘটনাস্থলের কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিভাতে একটু বেগ পেতে হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরএ