ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শনির আখড়ায় পাইলিং পাইপ মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
শনির আখড়ায় পাইলিং পাইপ মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

রাজধানীর শনি আখড়ায় পাইলিংয়ের পাইপ মাথায় পড়ে মো. অন্তর (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঢাকা: রাজধানীর শনি আখড়ায় পাইলিংয়ের পাইপ মাথায় পড়ে মো. অন্তর (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তরের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়।

মৃত ব্যক্তির সহকর্মী  মো. মিলন বাংলানিউজকে বলেন, শনি আখড়া পাটেরবাগ শিয়া মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ির পাইলিং কাজের সময় অন্তরের মাথায় পাইলিংয়ের পাইপ পড়ে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, অন্তরের মরদেহ হাসপাতল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বের ১২, ২০১৬
এজেডএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।