ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে জাল দলিল চক্রের দুই সদস্যের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
কেরানীগঞ্জে জাল দলিল চক্রের দুই সদস্যের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- অখিল চন্দ্র সরকার (৫৭) ও নিরঞ্জন সরকার (৭২)।

উপজেলা ভ‍ূমি অফিস কেরানীগঞ্জ সার্কেলের ভারপ্রাপ্ত কানুনগো মীর মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি ১৯৭৪ সালের ১২ অক্টোবর তারিখের সদর সাব রেজিস্ট্রি অফিসের ২৮৫০১ ও ২৮৫০২ নম্বরের দু’টি দলিলমূলে নিজ নামে নাম খারিজের জন্য দুইটি নামজারি আবেদন করেন। তাদের দেওয়া দলিল দু’টির ফটোকপি দেখে সন্দেহ হলে মূল দলিল আনতে বলা হয়। এরপর মূল দলিলের সঙ্গে ফটোকপির কোনো মিল না থাকায় বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে জানান, দলিল জালিয়াতির কারণে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে একজনকে পাঁচ দিন ও অন্যজনকে একদিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।