ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
বরগুনায় ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষে শোভাযাত্রা

‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’-স্লোগানে বরগুনায় ভ্যাট সপ্তাহ পালন করা হয়েছে।

বরগুনা: ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’-স্লোগানে বরগুনায় ভ্যাট সপ্তাহ পালন করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরগুনা টাউনহল কার্যালয়ের সামনে থেকে রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার মো. জিয়াউর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়ামুল নাসির ও আহসান উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।