ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
সুন্দরগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল আলম শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাবিবুল আলম।

এসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজিয়া বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
এছাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সদস্য, গ্রাম পুলিশ, আনছার ভিডিপি সদস্য, নিকাহ্ রেজিস্ট্রার, ইমাম এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল নিয়ে সংগীত পরিবেশন করেন লোকজসংঘের শিল্পিরা।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।