ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান হলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান হলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ: জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী না থানায় সংরক্ষিত মহিলা সদস্য পদে দু’জন ও সাধারণ সদস্য পদে আটজনকে নির্বাচিত ঘোষণা করেন তিনি।  

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিএস) আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।