ঢাকা: আব্দুল্লাহ আল ফারুকসহ সাংবাদিকদের ঘাতক সব গাড়ি চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
তারা বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকদের হত্যাকারীর বিচার না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
তারা অবিলম্বে ফারুকের হত্যাকারী ঘাতক ট্রাক চালক ও মালিককে আটক করার দাবি জানান।
ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত স্মরণসভায় বক্তৃতা করছিলেন তারা। এ সভার আয়োজন করে ঢাকাস্থ পাবনা জার্নালিস্ট ফোরাম (পিজেএফ)।
আয়োজক সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মুঞ্জুরুল আহসান বুলবুল, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও নিহত সাংবাদিক ফারুকের বড় ভাই আব্দুল্লাহ আল মাহমুদ সরকার।
এসময় সাংবাদিক ফারুকের স্ত্রী পারভীন আক্তার ও তার সন্তান উপস্থিত ছিলেন।
স্মরণ সভা সঞ্চালনা করেন পাবনা জার্নালিস্ট ফোরামের সম্পাদক গোলাম মওলা।
ফারুক গত বছরের ১২ ডিসেম্বর রাতে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ডিআরইউ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ছিলেন। কাজ করেছিলেন দৈনিক কালেরকণ্ঠ (উপ-সম্পাদক), দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর, আজকের কাগজ ও দৈনিক সংবাদসহ বিভিন্ন পত্রিকায়।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরবি/এইচএ/