ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি) নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ সরকারের অর্থায়নে পিইডিপি-৩ এ প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে দুইতলা ভবনের নির্মাণ কাজের বাস্তবায়ন করছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।
আগামী বছরের জুন মাসের মধ্যে এ ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে এলজিইডি। প্রকল্প বাস্তবায়ন হলে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শতাধিক শিক্ষক প্রশিক্ষণ দিতে পারবেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাকে যুগোপযোগী করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও সরকার নারীদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে।
এ সময় তিনি সন্তানদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য প্রত্যেক অভিভাবকের প্রতি আহ্বান জানান।
পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট জামাল উদ্দীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেচ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এজি/জেডএস