ঢাকা: ১৯৭১ সালে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ অাজও শেষ হয়নি। সব রাজাকারের বিচার সম্পন্ন হলেই যুদ্ধ শেষ হবে।
এমন মন্তব্য করেছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু পরিষদ অায়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
শমী কায়সার বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, বুদ্ধিজীবীদের হত্যা, মুক্তিযোদ্ধাদের হত্যার বিচার কাজ শেষ হওয়ার অাগ পর্যন্ত এ যুদ্ধ চলবে।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই তা হচ্ছে এবং হবে, এমন আশা প্রকাশও করেন তিনি।
আলোচনা সভার প্রধান অতিথি’র বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধু পরিষদ নিরবে কাজ করে গেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এ মালেক। আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চায একে আজাদ ও বিভিন্ন শহীদ পরিবারের সন্তান।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এসটি/জেডএস