ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থান থেকে ২ নারীসহ অজ্ঞানপার্টি চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর মিরপুর ও রমনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মিরপুর এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন- মো. আমির হোসেন (৩৫), মো. সালাম হাওলাদার (৫৫), মো. আরিফ হোসেন (২৭), মো. আলামিন, মো. সাগর (১৮), মো. মহসিন হোসেন তুষার (২৩), মো. পারভেজ (২৩)।
রমনা এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন- নেহেনা বেগম (২০), খাদিজা আকতার মিম (২০), মো. আকতার হোসেন ওরফে সবুজ (২৪), মো. সোহেল সিকদার (২০) ও মো. মিজানুর রহমান তালুকদার (২১)।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানান।
তিনি বলেন, চক্রটি রাজধানীর বিভিন্ন বাসে যাত্রী এবং হকার সেজে ভ্রমণ করে সাধারণ যাত্রীদের অজ্ঞান করে ছিনতাই করে আসছিলো। দীর্ঘদিন ধরে গোয়েন্দারা চক্রটিকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় সোমবার রাতে রাজধানীর মিরপুর ও রমনা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে চেতনানাশক মলম ও চেতনানাশক ঘুমের ওষুধ উদ্ধার করা হয়েছে।
চক্রটি বাসে যাত্রীদের কৌশলে চা, কফি, ডাব ও অন্যান্য কোমল পানীয়ের সঙ্গে মিশিয়ে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতো বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
পিএম/জেডএস