ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
গাইবান্ধায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধায় চেম্বার অব কর্মাসের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন।

গাইবান্ধা: গাইবান্ধায় চেম্বার অব কর্মাসের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্যামলী কাউন্টারের পরিচালক, সুমন, রায়হান, শফিউল, মিন্টু, আশরাফুলসহ আট জন। এদের মধ্যে সুমন ও রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গাইবান্ধা চেম্বার অব কর্মাসের বর্তমান সভাপতি আনোয়ারুল কবির ও সাবেক সভাপতি আবুল খায়ের মোরছালিন পারভেজের মধ্যে দ্বন্দ্ব ছিল। দুপুরে সাধারণ সভা চলাকালীন সময়ে দুই জনের মধ্যে কাথাকাটাকাটি হয়। এক পর্যায়ের দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর বিকেল পাঁচটায় দ্বিতীয় দফায় আবারও সংঘর্ষ বাধে। এসময় শহরের ডিবি রোড এলাকায় শ্যামলী কাউন্টার ভাঙচুর করা হয়। এ ঘটনার পর শহরের বাস টার্মিনাল এলাকায় রাস্তায় ট্রাক দিয়ে অবরোধ করেছে ট্রাক মালিক সমিতির লোকজন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে যানচলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।