কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও 'আলোর মিছিলে'র আয়োজন করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহর রাত ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে মোমবাতি জ্বালিয়ে একটি 'আলোর মিছিল' বের হয়।
মোমবাতি প্রজ্বলন ও 'আলোর মিছিলে' অংশ নেয় কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির কয়েক শতাধিক সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মোমবাতি প্রজ্বলন ও 'আলোর মিছিল' শেষে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির সভাপতি এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মুজাহিদুল ইসলাম মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন- তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি ও সাধারণ সম্পাদক আবু জাফর প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসএনএস