ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগুন লাগার ১০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আগুন লাগার ১০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে ছবি: আনোয়ার হোসেন রানা

রাজধানীর পশ্চিম রামপুরার একটি বিস্কুটের দোকানে আগুন লাগার ১০ মিনিটের মাথায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ঢাকা: রাজধানীর পশ্চিম রামপুরার একটি বিস্কুটের দোকানে আগুন লাগার ১০ মিনিটের মাথায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
 
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ওয়াপদা রোডের ১৩৮/১, সুরুচি ফাল্গুনী হাউজের নিচতলায় তালাবদ্ধ এই দোকানে হঠাৎ করেই আগুন লাগে।


 
বাসাটির নিরাপত্তা প্রহরী আব্দুল জলিল (৪৫) বাংলানিউজকে জানান, হঠাৎ করেই দোকানের ভিতর থেকে ধোঁয়া আসতে শুরু করে। আস্তে আস্তে তা বেশি হলে স্থানীয়রা মিলে তালা ভেঙে পানি ঢালতে শুরু করে। রপর ফায়ার সাভিসে খবর দেওয়া হলে তারা এসে ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনেন।  কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক বলেন, ভিতরে বিস্কুট থাকার ফলে সবকিছু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এছাড়া গুরুত্বপূর্ণ তেমন কিছু ছিলো না।
 
পালিভিটী ব্রেড অ্যান্ড বিস্কুট নামে এই দোকানের আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লেগেছিল বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।  
 
বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসটি/এসএনএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।