ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আ’লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বগুড়ায় আ’লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বগুড়া: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
 
বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডের দলীয় কার্যালয়ে দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।
 
তিনি বলেন, আমাদের স্বাধীনতার ইতিহাসে শহীদ বুদ্ধিজীবী দিবস এক কলঙ্কময় দিন। স্বাধীনতার উষালগ্নে স্বাধীনতাবিরোধী অপশক্তি তাদের পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। ৭১’র পরাজিত শক্তি আজো তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। তারা দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত।
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের কাজ শুরু করেছে। ইতোমধ্যে এ বিচারের কয়েকটি রায় কার্যকর হয়েছে।  
 
তিনি একাত্তরের ঘাতক, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী জামায়াতচক্রের সব ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, তোফাজ্জল হোসেন দুলু, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, শেরিন আনোয়ার জর্জিস, আনিছুজ্জমান মিন্টু, এসএম রুহুল মোমিন তারিক, এবিএম জহুরুল হক বুলবুল, মাশরাফি হিরো, আল রাজি জুয়েল, তপন চক্রবর্তী, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, অধ্যাপক রফিকুল ইসলাম, আলমগীর বাদশা, আমিনুল ইসলাম ডাবলু, ওবায়দুল হাসান ববি, সাজেদুর রহমান শাহীন, নাইমুর রাজ্জাক তিতাস, জুলফিকার রহমান শান্ত, শহিদুল ইসলাম বাপ্পি, জিহাদ আল হাসান জুয়েল, ইব্রাহিম হোসেন, আরিফুর রহমান আরিফ, আব্দুর রউফ, বিশ্বজিত কুমার সাহা, ওবায়দুল্লা সরকার স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
 
এর আগে সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা অর্ধনমিত, কালোপতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে রক্ষিত জাতিরজনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।