ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ছবি: সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশের দায়ে মালয়েশিয়ায় ১০ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার (১৪ ডিসেম্বর)...

ঢাকা: অবৈধ অনুপ্রবেশের দায়ে মালয়েশিয়ায় ১০ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বুধবার (১৪ ডিসেম্বর) দেশটির দায়রা বিচারক নরহায়াতি মোহাম্মদ ইউনো তাদের এক থেকে ছয় মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন।

বাংলাদেশি ছাড়াও এই তালিকায় অন্যান্য দেশের আরও ৪৩ জন রয়েছেন।

রোহিঙ্গাসহ এই তালিকায় আছেন ২৮ জন মায়ানমারের নাগরিক, ১১ ইন্দোনেশিয়ার, দুইজন ভিয়েতনাম, একজন করে নেপাল ও কম্বোডিয়ার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগই কারখানা শ্রমিক বলে জানাচ্ছে দেশটির সংবাদমাধ্যমগুলো।  ইমিগ্রেশন আইনের আওতায় তাদের মূলত গত নভেম্বরে আটক করা হয়।

বাংলাদেশের ১০ জন ব্যক্তির মধ্যে কারো ভিসার মেয়াদ ছিল না, আবার কেউ কেউ অবৈধভাবে সেখানে অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তবে এ বিষয়ে সেখানে নিযুক্ত হাইকমিশনের কোনো বক্তব্য মেলেনি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।