ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজউকের উপর কারও আস্থা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
রাজউকের উপর কারও আস্থা নেই লোগো/দুর্নীতি দমন কমিশন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপর শুধু জনগণ নয়, কারোরই আস্থা নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ।

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপর শুধু জনগণ নয়, কারোরই আস্থা নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ।

বুধবার (১৪ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) রাজউকের সেবা সম্পর্কিত বিষয়ের উপর এক ফলোআপ গণশুনানিতে তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দিন আহমেদ বলেন, রাজউক কর্মকর্তারা সেবা গ্রহিতার সঙ্গে খারাপ আচরণ করছেন। যা কাঙ্ক্ষিত নয়। সংবিধান অনুযায়ী জনগণই সব ক্ষমতার মালিক। তারাই প্রিন্সিপাল, আমরা সরকারি কর্মকর্তারা শুধ এজেন্ট মাত্র। তাই জনগনের সঙ্গে কখনও খারাপ আচরণ করা ঠিক নয়।

তিনি আরও বলেন, দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে দুদক। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যদি সুনির্দিষ্ট তথ্য পাই এবং তাতে দুর্নীতির উপাদান থাকে তাহলে আমরা প্রত্যেকটি অভিযোগ  অনুসন্ধান করবো। এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

গণশুনানিতে দুদক কমিশনার (তদন্ত) এ  এফ এম আমিনুল ইসলাম বলেন, আজকের গণশুনানির মাধ্যমে রাজউকের সার্বিক চিত্র প্রকাশ পেয়েছে। রাজউক কর্মকর্তারা যে প্রতিশ্রুতি দিলেন, আশা করি সেই প্রতিশ্রুতি অনুযায়ী  তারা এ অভিযোগুলো নিস্পত্তি করবেন।

রাজউক চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী বলেন, জবাবদিহিতার মাধ্যমেই আমাদের সেবা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের পুরো সেবা প্রক্রিয়া অটোমেশন করার কার্যক্রম হাতে নিয়েছি। যদি আমাদের সব কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে পারি তাহলে অনেক সমস্যারই সমাধান হবে বলে আশা করছি।

গণশুনানিটি ছিল দুদকের ৩৫তম গণশুনানি। এতে ৪০ জনের অধিক সেবাগ্রহিতা তাদের অভিযোগ পেশ করেন। প্রতিটি অভিযোগ সম্পর্কে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নিজনিজ অবস্থান ব্যাখ্যা করেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসজে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।