ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেলিযোগাযোগ কর্মচারীদের পেনশনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
টেলিযোগাযোগ কর্মচারীদের পেনশনের দাবি  ছবি: সুমন শেখ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিয়োগের তারিখ থেকে ওয়ার্কচার্জড কর্মচারীদের পেনশনযোগ্য কর্মচারী গণ্য করে টেলিযোগাযোগ অধিদপ্তরে (ডিওট) ন্যস্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি।

ঢাকা: নিয়োগের তারিখ থেকে ওয়ার্কচার্জড কর্মচারীদের পেনশনযোগ্য কর্মচারী গণ্য করে টেলিযোগাযোগ অধিদপ্তরে (ডিওট) ন্যস্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে এ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সমিতির নেতা-কর্মীরা।

মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খন্দকার বলেন, আমরা ২৫ থেকে ৩০ বছর ধরে টেলিযোগাযোগ অধিদপ্তরে কর্মরত আছি। বর্তমানে অষ্টম জাতীয় স্কেলের ১৯তম গ্রেডে বেতনপ্রাপ্ত হওয়া সত্ত্বেও চাকরি স্থায়ী (পেনশন ভুক্ত) করা হয়নি।

সমিতির সভাপতি রুহুল কবির তপন বলেন, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের মূল বেতনের সমপরিমাণ ভাতা প্রদান, কর্মচারীদের নিজ নিজ কাজে বিভাগীয় প্রশিক্ষণ দিতে হবে।

এছাড়া ওয়ার্কচার্জড, মাস্টাররোল ও ক্যাজুয়েল কর্মচারীদের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ধরনের নিয়োগ বন্ধের দাবিও জানান তিনি।

দাবি আদায় না হলে ১৮ ডিসেম্বর থেকে টেলিযোগাযোগ ভবনে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান রুহুল কুদ্দুস।

মানববন্ধনে টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬

জেডএফ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।