নেত্রকোনা: নেত্রকোনা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, বিকেল ৩টার দিকে মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনচালকের ওপর যাত্রীরা হামলা করে। এতে চালক এনায়েত হোসেন (৪০) ও জাহাঙ্গীর আলম (২৮) আহত হন। পরে তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
স্টেশন মাস্টার রকিব উদ্দিন বাংলানিউজকে জানান, ময়মনসিংহ থেকে চালক এসে রাতে ট্রেন চালু করেন। এতে করে চারটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসে যা যাত্রীদের বিড়ম্বনার কারণ হয়। চালকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই স্টেশন মাস্টার।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পিসি/