রাজশাহী: প্রশিক্ষণ একজন মানুষের জীবনকে নতুন করে গড়ে তোলে। তাই প্রশিক্ষণ নিয়ে নিজেদের জনসম্পদে পরিণত করাসহ এর মধ্যে দিয়ে সোনার বাংলা গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।
সোমবার (১৯ ডিসেম্বর) রাজশাহীর চারঘাটে ‘অ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশিপ’ ট্রেনিংয়ের উদ্বোধনী পর্বে বক্তারা এ সব কথা বলেন। দিনব্যাপী এই ট্রেনিংয়ে ৩২জন শিক্ষার্থী অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সামাদ উপজেলা পরিষদ মিলনায়তনে এ ট্রেনিংয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কোঅর্ডিনেটর সুব্রত কুমার পাল।
প্রশিক্ষণে সহায়কের দায়িত্বে ছিলেন- অ্যাকটিভ সিটিজেন ফ্যাসিলেটর জান্নাতুন নেছা শারমিন, কাউছার বিল্লাহ, মোস্তাফিজুর রহমান সজল ও আশরাফুল ইসলাম সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯ ২০১৬
এসএস/এসআরএস/এমজেএফ