ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না. গঞ্জে আচরণ বিধি ভঙ্গ করায় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
না. গঞ্জে আচরণ বিধি ভঙ্গ করায় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে মিছিল করার দায়ে নাসিকের ১নং ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিমকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে মিছিল করার দায়ে নাসিকের ১নং ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিমকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার।

তিনি জানান, প্রার্থী আব্দুর রহিমের নেতৃত্বে জন সাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে মিছিল করায় তাকে এ জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে কাউন্সিলর প্রার্থী রহিম (মিষ্টি কুমড়া প্রতীক) ভবিষ্যতে আর আচরণ বিধি লঙ্ঘন করবেন না বলে প্রতিশ্রুতিও দেন।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।